জিম্বাবুয়ের প্রেসিডেন্টের এক নির্বাচনী প্রচার অভিযানের সমাবেশে বিস্ফোরণ ঘটে। তবে তিনি আহত হননি।
শনিবার এমার্সন মানানগাগুয়া বলেছেন তিনি যেখানে ছিলেন তার থেকে কয়েক ইঞ্চি দূরে ওই বিস্ফোরণ ঘটে।
বিরোধীদের শক্তঘাঁটি বুলাওয়াওয়েতে একটি জনাকীর্ণ স্টেডিয়ামে তিনি ভাষণ শেষ করার পরপরই ওই বিস্ফোরণ ঘটে।
প্রেসিডেন্ট বলেছেন তাঁর জীবন নাশের বহবার চেষ্টা করা হয়েছে তাই এসব ঘটনায় তিনি অভ্যস্ত।
রাষ্ট্রীয় বার্তা মাধ্যমে বলা হয়েছে বিস্ফোরণে, ভাইস প্রেসিডেন্ট সহ...
Log in to comment or register here.